মহাসেন


কাঁপিয়ে দিল সারা দেশ বাড়িয়ে দিল টেনশন,
সারা রাত ঘুম নেই দুশ্চিন্তা সারাক্ষণ।

দৌড়া-দৌড়ির শেষ নেই মিডিয়া আর সরকার,
চারিদিকে মাতামাতি এবার হবে সব ছারখার।

আসছে!  আসছে! হবে সব চুরমার,
ইবাদতে মশগুল যারা ছিলো দ্বীনদার।

রাজনৈতিক নেতার মতই অবশেষে এলন তিনি,
নেতারা যেমন সময়মত মঞ্চে আসেনি কোন দিন-

তারপরেও হইনি নিরাশ,
বুকে ছিলো আশা একরাশ।

ভেবেছিলাম ভাসিয়ে নেবে
অত্যাচার, দূর্নীতি, সংকট আর অন্যায়,
হরতালও মুছে যাবে, গরীবেরা খেটে খাবে
সমস্যাগুলো ভেসে যাবে মহাসেনের বন্যায়।

ভেবেছিলাম পড়বে ভেঙে কালো টাকার অট্টালিকা,
অত্যাচারী জুলুমবাজ, হবে তাদের সর্বনাশ নইলে পড়বে জলে ঢাকা।

হায় মহাসেন! হায় মহাসেন! একি করলে তুমি?
অবশেষে ডুবিয়ে দিলে গরীব লোকের বসত-ভিটা জমি!

মুরগী নিলে, ছাগল নিলে, শিশু নিলে কোলের,
মৃত প্রায় বৃদ্ধ নিলে, গরীব কৃষক সর্বশান্ত, বলদ নিলে হালের।

আবার তুমি সুযোগ দিলে পেটমোটা ওই নেতাদের,
আমাদের কথা ভাবে না যারা ভাবে শুধু নিজেদের।

টনকে টন ত্রান আর বস্তা বস্তা খাবার,
অভাগারা পাবে না কিছুই সব- হবে সাবার।

আমাদের শুধু ক্ষতিই কর তাদের কর উপকার,
দুর্বল তুমি, ভন্ড তুমি, মহাসেন হতচ্ছার।

এম. আজিজুল হক 
১৬/০৫/২০১৩