মানুষ হবো


মো. আজিজুল হক
14/05/2013
বাবা বলে আমি হব পাইলট
মা বলে ডাক্তার,
মামা বলে বিজ্ঞানী
চাচা বলে ক্রিকেটার।

অন্যায় দূর করবে, আমার দাদু পুলিশ হবে
কথা বলেন দাদা,
ইঞ্জিনিয়ারের কথা কেউ বলেনা
তাই দাদি পান মনে ব্যথা।

ভাইয়া বলেন বডি গড়তে
আমি নাকি হবো নায়ক,
আপু বলে, নিয়মিত রেওয়াজ করো
তুমি হবে গায়ক

তাদের ঝগড়া থামতে চায় না
আসে আমার কাছে,
আমি যে কী হতে চাই
জিজ্ঞাসে অবশেষে।

পাইলট, ক্রিকেটার, বিজ্ঞানী, ডাক্তার,
গায়ক ইঞ্জিনিয়ার কিংবা হিরো,
সবার আগে যদি মানুষ না হই
তবে সব কিছুই জিরো।