পঞ্চাশ

শোন মিয়া আগেই তোমাকে হয়েছে জানানো
ঊষার ন্যায় পিতা-মাতার অধিকার,
রং করুক আর ঢং, ঝামেলা ভেবোনা, ঠাট্টাও করোনা
তাদের মনে কভু কষ্ট দিওনা আর।

ঈদ হোক আর উৎসব, ঘানা হোক আর লন্ডন
সাথে তাদের চলিও,
তোমার ঋণ, জান্নাত প্রাপ্তির ঔষধ
ক্ষমতাবান বড় আল্লাহ্‌র কাছে দৃঢ়চিত্তে দুহাত তুলিও।

দুঃখ করোনা বৎস আল্লাহ্‌র রহমতে
যন্ত্রনা সহ্যের ফলে চাঁদ পাবে হাতে।

(এই কবিতায় বাংলা বর্ণমালার প্রায় সকল বর্ণই ব্যবহৃত হয়েছে)





*********************************************************

এম. আজিজুল হক
২০/০১/২০০১