জিনিসটা.................

আমি চিলাম রিক্সায়
রিক্সা ছিলো পথে,
পাশে ছিলো সহকর্মী
জিনিসটা ছিলো হাতে।

দুজন ছিলাম পাশাপাশি
চলছিলো খোশ গল্প,
আকাশে মেঘ ছিলো না
রৈাদ্রও ছিলো অল্প।

এমন কিছু লোক থাকে
যারা হয় খুবই পরিচিত,
তাদের কাছ থেকে কিছু নিতে হলে
কিছু না বলাই যেন চিরাচরিত।

তেমনই একজন সিএনজি করে এল
সব ছন্দের পতন হল
হাত দুটি বাড়িয়ে দিল
হেচকা টানে জিনিসটা ছিনিয়ে নিল
আমার শব্দগুলো হারিয়ে গেল
মন চাইলো চিৎকার গালি দিই
“শুয়োরের বাচ্চা”
হাজারও কথা মাথায় ঘুরতে লাগলো
সমগ্র পৃথিবীকে বলতে ইচ্ছে করলো
তোমরা কি জানো এমন একটা জিনিস কিনতে তালেব মাষ্টারের মেয়েকে কতবার মরতে হয়?

হঠাৎ আবার ছন্দ এল
মনে মনে ভাবলাম,
অজেয় আমি
অজয় আমার নাম।



***************************************

এম. আজিজুল হক
২৮/০৩/২০১৩