সে এক বিরাট ইতিহাস
আমি প্রেমে পড়েছি
এ ইতিহাস সে ইতিহাস নয়
“ইহা তিরধান মূলক সংঘাত” নতুন অর্থ বানিয়েছি
দেখে ছিলাম কালো চুল
ভেবে ছিলাম বনলতা
লতাই জড়ালো আমায়
নষ্ট হলো আমার মাথা
বাড়ে বাড়ে দেখে তারে
মজে গেলাম পিড়িতে
বাধিয়া গামছা গলায়
বসলাম বিয়ের পিড়িতে
এখন বনলতা আর বনলতা নাই
‘বন’ আর ‘লতা’ আলাদা
সকাল বিকাল একই কিচ্ছা
অভিযোগ তার এক গাদা।
বনলতার ‘বন’ এখন সত্যি কারের জঙ্গল
বাঘিনির মত চলে ফেরে
‘লতা’ এখন বিষাক্ত কাল নাগিন
সকাল বিকাল দংশন করে।
যখন তখন ফনা তুলে বলে
আমি নাকি তারে ভালোবাসিনা।
আমি ছার নোয়াই মাথা
বলি “তোমারে ছাড়া আমি কিছু বুঝিনা”
আল্লাদে গদ গদ হয়ে বলে
“সত্যি বলছো তো”
আমি বলি,
“মিথ্যা কি করে বলি ঘাড়ে আমার মাথা একটাই তো”
*****************************
*****************************
এম. আজিজুল হক
২৫/০৩/২০১৩