13.The Daily Prothom Alo-13-06-2013

ফেরত পাঠাতে রাষ্ট্রপতির কাছে আবেদন
সন্ত্রাসবিরোধী সংশোধন বিল
Anti Terrorism (Amendment) Bill
তারিখ: ১৩-০৬-২০১৩

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সমাদৃত হওয়া এবং অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ জুন জাতীয় সংসদে নাটকীয় অস্বচ্ছ উপায়ে সন্ত্রাস দমন আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী পাস হয়েছে
US’s praise on Dhaka’s role in anti-terror activity and the important amendment of Anti-Terrorism has dramatically been passed in the assembly in 11 June, 2013 through irregularity.

দুর্ভাগ্যজনক হচ্ছে, বিরোধী দল একে কেবলই তাদের দমনের হাতিয়ার হিসেবে গণ্য করে ওয়াকআউট করেছে
It’s unfortunate for us that the opposition has walked out showing only the cause that the law is a mean to oppress them.

এটা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় নয়
It is not the sign of responsibility.

আল-কায়েদা নেটওয়ার্ক গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) বিস্তার রোধসহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী নয়টি কনভেনশন যে বিলের তফসিলভুক্ত করা হয়েছে, সে প্রশ্নেও বিরোধী দলকে উপযুক্ত বক্তব্য দিতে দেখা যায়নি
The opposition hasn’t been found to say anything over Al-Quyada network and another nine convention of anti-terrorism activity.

এই বিল কার্যকর হলে জাতিকে চরম খেসারত দিতে হতে পারে
The nation will have to pay much if the bill is passed.

কারণ, তা বাক্ নাগরিক স্বাধীনতা আরও সংকোচন করতে পারে
Because it can shrink freedom of speech and citizen right.

সে কারণেই বিলটি পুনর্বিবেচনার দাবি রাখে
So, the bill deserves reconsideration.

আমরা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদ দমনের যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই
We, of course, welcome any approach to anti-terrorism.

তবে কথাও ভুলে গেলে চলবে না যে, কোনো আইন দ্বারা মৌলিক অধিকার বাক্স্বাধীনতার অপব্যবহারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ফাঁদ সৃষ্টি করা হলে তা চূড়ান্ত পরিণামে কারও মঙ্গল বয়ে আনবে না
But we should not forget that, a law will not be effective for anybody if that directly or indirectly curls freedom of speech and fundamental rights.


আইনে যেসব সংশোধনী আনা হয়েছে, তাতে দেশের প্রচলিত আইন ফৌজদারি বিচারিক প্রক্রিয়ার প্রতিষ্ঠিত নিয়ম রীতি তছনছ হয়ে যেতে পারে
The existent law and criminal court of the country may be destroyed for the new amendments in the law.

রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে দলীয় স্বার্থে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে
State force police is being used for political purpose.

তাদের অদক্ষতা দুর্নীতিও লুকোছাপার বিষয় নয়
Their inexperience and corruption is not unknown.

অথচ তা প্রতিকারের সৎ উদ্যোগ নেই; বরং এই আইনে তাদের ক্ষমতার পরিধি এখন আরও বাড়ানো হলো But there is no step to check them, rather, their power has been increased by law.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে
The parliamentary committee related to home ministry has failed to perform their duty.

কমিটি বলেছে বটে, এটি বাংলাদেশের অখণ্ডতা, সংহতি নিরাপত্তা বা সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিল
The committee has stated that this bill is important for integrality, unity and sovereignty of the country.

কিন্তু তারা মাত্র একটি বৈঠকে বসে দায়িত্ব সেরেছে
But they have finished their duty in one single meeting only.

তারা প্রমাণ করেছে, নির্বাহী বিভাগের কাছে সংসদ কতটা নতজানু
They have proved how weak parliament is to executive department.

এই আইনে বলা হয়েছে, দেশের প্রচলিত সাক্ষ্য আইনকে অচল করে দিয়ে ফেসবুক, স্কাইপ, টুইটার বা যেকোনো ইন্টারনেট উপকরণ পুলিশ হাজির করলে আদালত তা সাক্ষ্য হিসেবে নেবেন
It is stated in the law that police can present facebook, skype, twitter or any element related or found in internet as witness for a case.

এমনকি অপরাধ সংঘটনেরও প্রয়োজন নেই, ‘প্রচেষ্টাথাকলেই হলো
Even no need to commit a crime, trial is enough.

সংগঠনেরপরিবর্তে এখন যেকোনো সন্দেহভাজনসত্তারচেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা তিনি অন্য যেকোনো নামে অভিহিত হোন না কেন, তাঁকেও ওই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির (১৪ বছর) দুই-তৃতীয়াংশ মেয়াদের যেকোনো দণ্ড দেওয়া যাবে

এই সংশোধনী তাই বাক্ ব্যক্তিস্বাধীনতার জন্য বিপজ্জনক বলেই আমরা মনে করি


সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ যে কারণে জননিরাপত্তা বিল ফেরত পাঠিয়েছিলেন, তার চেয়ে বেশি মারাত্মক এই সংশোধনী


সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশ্য মহৎ হলেও এর অপব্যবহার রোধ করা যাবে না তাই রাষ্ট্রপতির কাছে আমরা এই বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে আবেদন জানাই