আমি একটা কবিতা লিখতে চাই।
কিন্তু পৃথিবী আমাকে থামিয়ে দেয়।
আমি কবিতা লিখতে চাইলেই চাউলের দাম বেড়ে যায়।
আমি কবিতা লিখতে চাইলেই
চাকরির পরীক্ষার প্রশ্ন কঠিন হয়।
আমি কবিতা লিখতে চাইলেই
বিরোধী দল হরতাল ডাকে
আমি কবিতা লিখতে চাইলেই
সিগারেটের দাম বাড়ে
আমি কবিতা লিখতে চাইলেই
সেনোরার দাম বাড়ে।
আমি কবিতা লিখতে চাইলেই
বউ বলে গ্যাস নেই।
আমি কবিতা লিখতে চাইলেই
সব কিছু এলো মেলো হয়ে যায়।
তবুও লিখতে চাই।
ভাবতে ভাবতে ক্লানত হয়ে যখন বউকে বলি,“খাবার দাও”
বউ বলে, কবিতাই খাও। তুমি কবিতা লিখেছো চাউল তো আর কেননি
তাই এখন আর কবিতা লিখতে চাইনা।
*********************************
*********************************
এম. আজিজুল হক
01/04/2013