FRIDAY, JUNE 14, 2013
EDITORIAL
Illegal
housing schemes
বেআইনি
গৃহায়ণ প্রকল্প
Those
responsible should be held to account
দায়ী
ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে।
SOME
powerful real estate agents have been developing a number of housing projects
through changing the character of lands within the Dhaka Master plan areas
since long.
কিছু
ক্ষমতাবান রিয়েল এস্টেট ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ঢাকা মাস্টার প্লান এর বৈশিষ্ট্য
পরিবর্তন করে গৃহায়ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Most
of these lands fall in the category of wetlands, floodplains, croplands as well
as homesteads.
এই
জায়গাগুলো মধ্যে আছে জলাভূমি, প্লাবনভূমি, ফসলিজমি এবং বসতবাড়ি।
The
projects are illegal both according to a High Court order of 2011 as well the
private housing land development act of 2004.
এই
প্রজেক্টগুলো 2011 সালের হাইকোর্ট অধ্যাদেশ এবং 2004 সালের বেসরকারি ভূমি উন্নয়ন
অধ্যাদেশ উভয়দিক থেকেই বেআইনি।
Oddly
though, the developers claim to have obtained approval from Rajuk and the
housing ministry for the projects.
অপ্রিয়
হলেও সত্য, ডেভেলপাররা বলছে যে তারা রাজউক এবং গৃহায়ণ মন্ত্রানালয় থেকে অনুমতি
নিয়েছে।
How
could these realtors get such approvals?
এই
ব্যবসায়ীরা কীভাবে অনুমতি পেতে পারে?
According
to reports, while giving approval to those illegal schemes, the housing
ministry had bypassed parliamentary standing committee in altering the relevant
rules.
প্রতিবেদন
অনুযায়ী, ওইসমস্ত বেআইনি প্রকল্প অনুমোদন করার সময় প্রচলিত আইন উপেক্ষা করার মানসে
গৃহায়ন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটিকে পাশকাটিয়েছে।
However,
upon recommendation of the parliamentary standing committee, the controversial
approvals of those housing schemes are being scrutinised.
যাইতোক,
সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশক্রমে বিতর্কিত ওইসব অনুমোদনকে যাচাইবাছাই করে দেখা
হচ্ছে।
And
the secretary to the ministry is learnt to have informed that those would be
cancelled if any anomaly is found in them.
এবং
মন্ত্রনালয়ের সচিব জানিয়েছেন যে, এইসকল অনুমোদনের ক্ষেত্রে যদি কোন অনিয়ম পাওয়া
যায় তবে সেগুলো বাতিল করা হবে।
Clearly,
rules have been flouted in approving the illegal housing schemes.
এটি
পরিষ্কার যে, বেআইনি এসকল প্রকল্প অনুমোদন করার ক্ষেত্রে আইনের তোয়াক্কা করা হয়নি।
But
what is still not clear who is or are the culprit(s).
কিন্তু
যে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি তা হল যে দুষ্কৃতিকারী কে বা কারা ।
The
minister is reported to have been misled by Rajuk and his secretary in giving
the approval.
মন্ত্রী
বলেছেন যে তিনি রাজউক এবং তার সচিব কর্তৃক বিভ্রান্ত হয়েছেন।
There
must have been some strange goings-on over giving approval to the illegal
housing projects.
বেআইনি
প্রকল্প অনুমোদন দেয়ার ক্ষেত্রে নিশ্চয় কোন অস্বাভাবিকতা কাজ করেছে।
This
is simply beyond the pale.
সহজ
কথায় এটি গ্রহণযোগ্য নয়।
We
demand that the government take the issue with due seriousness and institute a
thorough no nonsense enquiry into the matter.
আমরা
দাবি করছি যে সরকার এ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করুক এবং লোকদেখানো নয়
কার্যকর তদন্ত করুক।
The
culprits including the realtors must be found out and punished.
জমিব্যবসায়ীসহ দুষ্কৃতিকারীদেরকে খুজে বের করতে হবে এবং শাস্তি
দিতে হবে।